বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কপাল পুরলো যে যে ক্রিকেটারদের!

20220310 233304

চলতি বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেয়েছেন ২১ ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। গত বছরের বিসিবির চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার। সেই চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন; মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ রাহী ও শামীম পাটোয়ারি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদের মধ্যে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ওয়ানডে, টি- টোয়েন্টিতে চুক্তিবদ্ধ ছিলেন। টেস্টে ছিলেন পেসার রাহী ও ওপেনার সাইফ হাসান। সৌম্য ও শামীম টি-টোয়েন্টিতে ছিলেন। ইনজুরির কারণে কোনো ফরম্যাটের দলেই নেই সাইফউদ্দিন। গত বছর একাধিক ফরম্যাটে ছিলেন, এবার বাদ পড়েছেন তিনি। সর্বশেষ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। কদিন আগে বিসিবির সমালোচনা করেছিলেন সাইফউদ্দিন। বলেছিলেন, ইনজুরির সময়ে তার খোঁজ রাখেনি বিসিবি। যে কারণে পরে ক্ষমা চাইতে হয়েছে তার। তরুণ এ ক্রিকেটারের আচরণে হতাশ ছিল বিসিবির কর্তারা। ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন,

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাইফউদ্দিনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায়, সেটাই তারা ভাবছেন। হয়তো ওই মন্তব্যের জের ধরেই চুক্তি থেকে বাদ পড়লেন সাইফউদ্দিন। ওপেনার সাইফ হাসানও কোনো ফরম্যাটে এখন জাতীয় দলে নেই। ডানহাতি পেসার রাহী অবশ্য টেস্ট দলে আছেন। সৌম্য, শামীমেরও অবস্থা ভালো নয়। তিন ফরম্যাটেই জাতীয় দলের বাইরে তারা। দুজনই বাজে ফর্মে রয়েছেন।

নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।

You May Also Like