
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যা টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচসহ পাকিস্তানের সমস্ত পেশাদার ক্রিকেট খেলা নিয়ন্ত্রণ করে থাকে। এটি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সকল জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও নিয়ন্ত্রণ করে। রাওয়ালপিন্ডিতে সদ্য শেষ হওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচটি ড্রয়ে মীমাংসা হয়। পাঁচ দিনের ম্যাচে মাত্র ১৪ উইকেট পড়েছে। এরপরই মাঠের পিচ নিয়ে প্রশ্ন ওঠে।





সোশ্যাল মিডিয়াতে পিসিবি প্রকাশিত একটি ভিডিওতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, টেস্ট ম্যাচ ড্র কখনই টেস্ট ক্রিকেটের জন্য ভালো বিষয় নয়। কারণ পাঁচ দিনের মধ্যে ৯০ শতাংশ ম্যাচে ফলাফল পাওয়া যায় পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমি গত সেপ্টেম্বরে ক্রিকেট বোর্ডে এসেছি তার আগেই আমাদের ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে। একটি পিচ প্রস্তুত করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে। মার্চ-এপ্রিলে চলতি মৌসুম শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া থেকে মাটি এনে পাকিস্তানে ৫০-৬০টি পিচ পুনর্বিবেচনা করা হবে।





পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক এই তারকা ওপোনার আরও বলেন, রাওয়ালপিন্ডি টেস্ট রেজাল্ট না হওয়াতে আমাদের ভক্তরা যে হতাশ হয়েছেন তা আমি বুঝতে পারছি।
তবে এটি তিন ম্যাচের টেস্ট সিরিজ। আমি মনে করি এখনও দুই ম্যাচ বাকি আছে। ঘরের মাঠে আমাদের শক্তি অনুযায়ী খেলা গুরুত্বপূর্ণ।
আমাদের কৌশল নিয়ে খেলতে হবে। আমাদের কৌশল হচ্ছে পিচে বাউন্স কমানো। স্পিনারদের সহায়ক করা। লো বাউন্স পিচে ব্যাট করা ভালো।