
সাকিব আল হাসানকে তিন সংস্করণে রেখেই ২০২২ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হলেও চুক্তিতে সেটির প্রভাব পড়েনি। সব মিলিয়ে এবারের চুক্তিতে রাখা হয়েছে ২১ খেলোয়াড়কে। গতবারের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২৪ জন।





গতবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচজন—মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, আবু জায়েদ ও শামীম হোসেন। নতুন এসেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী। সম্প্রতি টেস্ট অভিষেক হয়েছে এই দুজনেরই। দুজনই আছেন শুধু টেস্টের চুক্তিতেই। এ বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে এ চুক্তির মেয়াদ। এবার সাকিব ছাড়াও তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। গতবারও ছিলেন তাঁরা।





এতে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তিন ফরম্যাটেরই চুক্তিতে আছেন। এছাড়া লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। গতবারও তারা তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন। মোট ৫ জন ক্রিকেটার ৩ ফরম্যাটেই চুক্তিতে আছেন।
টেস্টে এবার রাখা হয়েছে গতবারের মতোই ১৪ জনকে। টেস্ট ও ওয়ানডেতে আছেন ১০ জন। ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন, টি-টোয়েন্টিতে রাখা হয়েছে ১২ জনকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মাসের বিরতিতে যাওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন টেস্ট ও ওয়ানডেতে। অন্যদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু এ সংস্করণেই। টেস্ট থেকে অবসর নেওয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আছেন বাকি দুই সংস্করণে।





২০২২ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তি
তিন সংস্করণ
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান।
নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।