
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪০ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো সোনাপুর সমাজ কল্যাণ সংস্থা। এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে১৬৭ রানের অনন্য এক ইনিংস খেলেন। তার দল দুই রানে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি।





গতকাল নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে আনবিটেন কুলাউড়াকে ২ রানে হারায় সোনাপুর সমাজ কল্যাণ সংস্থা। এদিন আগে ব্যাটিংয়ে সমাজকল্যাণ সংস্থা জাতীয় তারকা আবুল হাসান রাজুর ৫২ বলে ১০৯ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে।
জবাবে আনবিটেন কুলাউড়া ২০ ওভারে ৫ উইকেটে ২৭০ রান করে। মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে অপরাজিত ১৬৭ রান করেন।
ভিডিও:- দেখতে এখানে ক্লিক করুন
নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।