
মাঠে ওয়ার্নারের জুড়ি মেলা ভার। ক্রিকেটের পাশাপাশি বিনোদনেও তুখোড় এই অস্ট্রেলিয়ান। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও দেখে বোঝা গেছে একাধিকবার।
এদিকে, দীর্ঘ ২ যুগ পর পাকিস্তানে সফরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে নিত্যনতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অজি ক্রিকেটাররা। অজি অধিনায়ক প্যাট কামিন্স রাওয়ালপিন্ডিতে আজান শুনে মুগ্ধ হয়েছিলেন। এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সৌন্দর্য্যের প্রেমে পড়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।





ভার্চুয়াল সংবাদমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অজি ওপেনার জানান, তিনি ভক্তদের সঙ্গে খেলাটা উপভোগ করতে পছন্দ করেন কারণ তারাই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানেই থামেননি এ অজি। নিজেদের বিনোদনকারী আখ্যা দিয়ে ওয়ার্নার বলেন, ‘আমার দৃষ্টিতে আমরাও বিনোদনকারী। আমি যদি ব্যাটিং বা ফিল্ডিং না করি, আমি সবাইকে একসঙ্গে করবো, ভিড় বাড়াবো এবং উল্লাস চালিয়ে যাবো। এখানের লোকেরা একেবারে আশ্চর্যজনক ছিল। তারা আমাদের সাথেই ছিল এবং দুই দলের জন্য উল্লাস করছিল।
ওয়ার্নার বলেন, ‘আমি এখানে (পাকিস্তানে) প্রথমবার এসেছি। শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বলছি না। আমরা যেখানে বসে থাকি, তারা ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করে। তারা মাঠে যায় এবং আমাদের সমর্থন করে। এসব ফিরিয়ে দেয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’





ইসলামাবাদের সৌন্দর্য্য দেখে বিস্মিত অজি ওপেনার বলেন, ‘আমরা প্রথমে ইসলামাবাদে গিয়েছিলাম। জায়গাটি সম্পর্কে বলার জন্য আমার কাছে দুর্দান্ত সব শব্দ রয়েছে। এটি আশ্চর্যজনক, হোটেল ও মাঠের পিছনেই পাহাড় রয়েছে এবং সেগুলো স্পষ্ট দৃশ্যমান।’
প্রথমবারের মতো পাকিস্তানে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন জানিয়ে ওয়ার্নার বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া, পিসিবি, পুলিশ বাহিনীকে ধন্যবাদ সবকিছু নিরাপদ এবং সুস্থভাবে করার জন্য। আমরা তাদের সাধুবাদ জানাই এবং এই সুযোগের জন্য কৃতজ্ঞ।’