
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল শুক্রবার (১১ মার্চ) থেকে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে টাইগাররা। আসন্ন সিরিজ থেকে ছুটি নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।





মানসিক ও শারীরিক অবসাদের কারণে লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চান সাকিব। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে পাবে না টাইগাররা। দলের ‘এক্স ফ্যাক্টর’ সাকিবকে দক্ষিণ আফ্রিকায় মিস করবেন দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনেক মিস করব আসলে। সাকিব ভাই সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।





উল্লেখ্য, আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুইদল। আগামী ৩১ মার্চ প্রথম টেস্ট ও ৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।





বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।
নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।