
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দারুণ খেলেছেন নাসুম আহমেদ। যার ফলে প্রথমবারের মতো আইসিসি ট-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এ টাইগার স্পিনার। এছাড়া ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস। বুধবার (৯ মার্চ) সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশিত করেছে আইসিসির।





আফগানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানে জিতেছে বাংলাদেশ। যেখানে এই জয়ের পথে দারুণ বোলিংয়ে চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন নাসুম। তবে দ্বিতীয় ম্যাচে ২৯ রান খরচ করলেও কোন উইকেট শিকার করতে পারেনি তিনি। প্রথম ম্যাচে অসাধারণ বোলিংয়ের কারণে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা পেয়েছেন বাঁহাতি এ টাইগার স্পিনার।





৬৩৭ রেটিং নিয়ে শাদাব খান ও টিম সাউদিকে পিছনে ফেলে সেরা দশে উঠেছেন তিনি।এছাড়া টি-টোয়েন্টির বোলারদের তালিকায় সেরা দশে বাংলাদেশের আর কোন পেসার নেই।
তবে একধাপ এগিয়ে শেখ মেহেদী হাসান আছেন ১৩ নম্বরে। অন্যদিকে, আফগানদের বিপক্ষে তেমন একটা ভালো করতে না পারায় চার ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান রয়েছেন ২১ নম্বরে।
অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি।





দুই নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, তিনে ইংল্যান্ডের আদিল রশিদ, এক ধাপ এগিয়ে চারে অ্যাডাম জাম্পা এবং এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস। যেখানে ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠেছেন তিনি।ভারতের রিস্পভ পান্ত র্যাংকিং এ ৬১তম অবস্থানে আছেন।আফগানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৬০ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন লিটন।





সে ম্যাচে ৬১ রানে জিতেছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে পারেননি লিটন। যেখানে ১০ বলে ১ চারে মাত্র ১৩ রান করেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি সিরিজে ৭৩ রান করেছেন এই ব্যাটার। যার ফলে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন দাসই।
নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।