আইপিএলঃ নিজের সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসলেন সাকিব!

20220310 014656

আইপিএলের জন্য সাকিব আল হাসান টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। কিন্তু ভারতীয় লিগের কোনো ফ্র্যাঞ্জাইজিতেই জায়গা হয়নি তার। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে। ফলে টেস্টের বিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বুধবার (৯ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, ‘সাকিব আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সফর পুরোটা থেকেই প্রত্যাহার করে নিতে চায়, বিশ্রাম চায়, শুধু দক্ষিণ আফ্রিকা সফরে। সে সেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেস্ট না খেলার সিদ্ধান্ত) অবস্থান থেকে সরে এসেছে। সেটা আগে ছিল। এখন সেটা আর আসবে না। সে এসে আমাদের সাথে বসে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে। সেটা তার মুখ থেকেও জানতে পারবেন।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী। তিনি এও জানান, সাকিব দেশে এসেই তাদের (বিসিবি) সঙ্গে বসবেন। জালাল ইউনুসের ভাষ্য, ‘দক্ষিণ আফ্রিকা সফরের পর আমাদের আরও তো সিরিজ আছে। এই সিরিজগুলো নিয়ে কী প্ল্যান সেটা সাকিব দেশে এসে আমাদের জানাবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অবশ্য সাকিবের বিরতি নেওয়ার এই ইস্যু নিয়ে জল ঘোলাও কম হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করে বলেছিলেন যে, সাকিব ওই সিরিজে খেলবে। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার চাচ্ছেন ছুটি। এমন বিপরীতমুখী সিদ্ধান্তে পাপনের মর্যাদা কতটা থাকছে সেই প্রশ্নও তুলছেন অনেকে। সংবাদ সম্মেলনে জালাল ইউনুসকেও এ কথা জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, ‘দেখেন আপনি কি কাউকে কোনো কিছুতে জোর করতে পারবেন? তার (সাকিবের) গুরুত্বের বিষয়টি তো আমাদের দেখতে হবে।’

জালাল যোগ করেন, ‘সাকিব কিন্তু একবারও বলেনি সে মেন্টালি ও ফিজিক্যালি ফিট। আফগানিস্তান সিরিজের পরে ও জানিয়েছে সে আনফিট। এটা আপনাদের সামনেই তো বলেছে, আমাদের সামনে আগে বলেনি। সে নাকি মোটিভেটেড হচ্ছিল না। আরও অনেক কথা ও বলেছে।’

You May Also Like