
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরে দেখা যাবে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তারকা ক্রিকেটারদের। ইতোমধ্যে বিভিন্ন দলের সাথে চার জন বিদেশি ক্রিকেটারের চুক্তি সম্পন্ন হয়েছে। বরাবরই শক্তিশালী দল গড়ে আবাহনী লিমিটেড। এবারের আসরে ইতোমধ্যে দুই জন বিদেশি ক্রিকেটারের সাথেও চুক্তি করেছে দলটি। ভারতের টেস্ট ক্রিকেটার হনুমা বিহারি ও আফগানিস্তানের মারকুটে ব্যাটার নাজিবউল্লাহ জাদরান আবাহনীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।





আরেক ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলকে দলে ভিড়িয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রসুলের আগেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। এবার জাতীয় দলের একাধিক জ্যৈষ্ঠ ও তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের আসরেই দলটিতে ছিলেন সাকিব আল হাসান। এবার দলটি স্কোয়াডে টেনেছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকেও। মোহামেডানের নেতৃত্ব দেওয়া হয়েছে মুশফিকের কাঁধে।





মোহামেডান একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে।উল্লেখ্য, ইতোমধ্যে বিপিএলের দলবদল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ মার্চ। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে, অর্থাৎ ১৪ মার্চ উন্মোচিত হবে শিরোপা। বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কথা মাথায় রেখে যথাসম্ভব কম সময়ের মধ্যেই টুর্নামেন্ট সম্পন্ন করার চেষ্টায় সিসিডিএম। এ কারণে ১২ দলের প্রথম ধাপের লড়াইয়ে থাকবে না রিজার্ভ ডে।





ডিপিএলের প্রত্যেক ক্রিকেটারেরই করোনার দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। খেলা শুরুর আগে হবে করোনা পরীক্ষা। আপাতত তিন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যুগুলো হল- মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ। বিকল্প ব্যবস্থা হিসেবে ভাবনায় রয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন♥