
বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের সময় খেলতে না চেয়ে নানা ঘটনা জন্ম দেয়া যেন সাকিবের নিয়মিত কাজ। এবার তাই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।





বুধবার বিসিবির ক্রিকেট অপরাসেন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই তাদের এই সিদ্ধান্ত, জানিয়েছেন জালাল ইউনুস। বেশ জলঘোলার পর সাকিব আল হাসানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।





সাকিব জাতীয় দল থেকে আকস্মিক বিরতি চাওয়ায় ঝড় ওঠে দেশের ক্রিকেটে। ফাইল ছবি
বুধবার (৯ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছে।





সাকিবের চাওয়া অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জালাল ইউনুস জানান, ২ দিন সময় নেওয়ার পর সাকিব কোনো ফরম্যাটে এখন খেলতে ইচ্ছুক নন বলে অবহিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘২ দিন হয়ে যাওয়ায় আজ ওকে কল করেছিলাম। ও বলল, ‘আমি এখনও মনে করি মানসিক ও শারীরিকভাবে আমি আনফিট টু প্লে ক্রিকেট।’ সেজন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছে না। মাননীয় বোর্ড সভাপতির সাথে আমি বসেছিলাম। সিইও ও আরও কয়েকজন বোর্ড পরিচালকও ছিলেন। সাকিবের ব্যক্তিগত চাওয়ার কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি। যেহেতু বলছে সে মানসিক ও শারীরিকভাবে আনফিট, তাকে বিশ্রাম দেওয়া দরকার। আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিতে সম্মতি দিয়েছি।’
গত রবিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে হুট করে সাকিব জানান, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত অবস্থায় তিনি নেই, তাই ক্রিকেট থেকে চান বিরতি। যদিও তাকে দলে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়।





এর আগে সাকিব আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। আইপিএলে দল না পেলে বোর্ডকে সাকিব আশ্বস্ত করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট দুই সিরিজই খেলবেন। তবে গত ৬ মার্চ দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব জানান, তিনি এখন কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানালে সাকিবকে ভাবনার জন্য ২ দিন সময় বেঁধে দেয় বিসিবি। ২ দিন পর সাকিব বোর্ডকে জানিয়েছেন, নিজের সিদ্ধান্তে তিনি অনড় আছেন। বোর্ডও তাই মঞ্জুর করেছে সাকিবের ছুটি।