
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। তার অসাধারণ বোলিংয়ের সুফল হিসেবে বাংলাদেশও জিতেছিল বড় ব্যবধানে। এবার নিজেও অসাধারণ বোলিয়ের ফল পেলেন নাসুম।





আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা দেশে প্রবেশ করেছেন এই টাইগার স্পিনার। আজ (৯ মার্চ) নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে দশম অবস্থানে উঠে এসেছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের যৌথ সরা বোলিংয়ের রেকর্ড গড়ার সুবাদেই এই সুফল পেলেন।





এছাড়াও সেরা দেশে এসেছে আরেকটি পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্টিয়ে সপ্তম স্থানে উঠেছেন মুজিব উর রহমানকে টপকে। ব্যাটিং কিংবা অলরাউন্ডার র্যাংকিংয়েও বড় ধরনের নড়চড় নেই। আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই ছয় ধাপ এগিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ী অপরাজিত ৫৯ রান করে রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে ১৩তম ব্যাটসম্যান।
ICC T20 Bowling Rankings pic.twitter.com/z1LxEjSx8W
— SportsZone24.com (@Sportszone24bd) March 9, 2022