বিসিবির রায়ের আগে দুবাই থেকে নতুন বার্তা দিল সাকিব!

resize 1646823217921116784prothomaloenglish202202c847a70aad7a46dcab018253915cf197Shakib

দেশের ক্রিকেটাঙ্গনে আগুল লাগিয়ে দিয়ে দুবাইতে চিল মুডে সময় পার করছেন সাকিব আল হাসান। তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে অংশ নিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার ঠিক চার দিন আগে রোববার হঠাৎ করেই ব্যক্তিগত সফরে দুবাই চলে যান সাকিব। ঢাকা ত্যাগের আগে সাকিব বলে যান, আমি শারীরিক ও মানসিকভাবে যে অবস্থায় আছি,

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মনে হয় না আমার পক্ষে এ মুহূর্তে (দক্ষিণ আফ্রিকায়) আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। তবে দেশের পক্ষ হয়ে ক্রিকেট খেলা নিয়ে সাকিবের একের পর এক এমন কান্ডে তিক্ত বিরক্ত বিসিবি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অনলাইনেও চলছে চরম সমালোচনা। সাকিব আল হাসানের আপডেট কী? তিনি কি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন? নাকি মানসিক ক্লান্তির কথা জানিয়ে চাওয়া বিশ্রামের অবস্থানেই আছেন? দলের সবচেয়ে বড় তারকাকে আসন্ন সফরে পাওয়া যাবে কি না তা জানতে উন্মুখ অপেক্ষা সবার। সেই অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে আরও। বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে নতুন খবর হচ্ছে, বিসিবি কর্তারা তাকে নিয়ে একের পর এক ক্ষুব্ধ মন্তব্য করলেও সাকিব কিন্তু ফুরফুরে মেজাজেই আছেন। দুবাইতে বেশ ভালোভাবেই বিজ্ঞাপনের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

দুবাই থেকে নিজের ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন ছবি। সাকিব ডুবে আছেন নিজেকে নিয়েই। দেশের ক্রিকেটে কী হলো, সে খবর রাখার সময় কোথায় তার।

অথচ দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে যে আগুন জ্বেলে দিয়ে গেছেন সাকিব, তাতেই যে পুড়ছে দেশের ক্রিকেট। গত তিন দিন ধরে ‘টক অব দ্য কান্ট্রি’ তিনি।

You May Also Like