ক্রিকেটকে আরো রোমাঞ্চকর করতে এই পাঁচ পরিবর্তন আনলো আইসিসি

resize 16468190781403390649BangladeshCricket

সময় বদলানোর সাথে সাথে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে ক্রিকেট, এসেছে অনেক পরিবর্তন। এখনো আধুনিক ক্রিকেটে নানান পরিবর্তন-পরিবর্ধনের চিন্তাভাবনা চালিয়ে যাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। চলতি বছরের ১ অক্টোবর থেকে কিছু নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ক্লাবটি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চলুন জেনে নেয়া যাক ক্রিকেটের নতুন পাঁচ নিয়মঃ
১. এবারের পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটি হলো ক্যাচ আউটের পরে নতুন ব্যাটারই স্ট্রাইক নিবেন। ক্রিকেটের পূর্বের নিয়ম ছিল ক্যাচ আউটের ক্ষেত্রে নন-স্ট্রাইকার ব্যাটার ২২ গজের অর্ধেক পেরিয়ে স্ট্রাইক প্রান্তে চলে গেলে তিনিই স্ট্রাইক পেতেন। কিন্তু নতুন নিয়মে নন-স্ট্রাইকার ব্যাটার যেখানেই থাকুক, নতুন ব্যাটারই স্ট্রাইক পাবেন। তবে সেটি ইনিংসের শেষ বলে হলে আবার নতুন ব্যাটার যাবেন নন-স্ট্রাইকার প্রান্তে।
ক্যাচ আউটের ক্ষেত্রে নতুন ব্যাটারকেই স্ট্রাইক দেওয়ার এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দ্য হান্ড্রেডে। ১০০ বলের এই ক্রিকেটে এমন আরও বেশ কিছু নতুন নিয়মের দেখা মিলেছিল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২. ডেড বলের ক্ষেত্রেও আনা হয়েছে কিছু পরিবর্তন। যদি মাঠের মধ্যে হঠাৎ করে আগন্তুক বা কোনো প্রাণি ঢুকে পড়ে, তাহলে সেই সময়ের বলটিকে ডেড বল ঘোষণা করা হবে। এছাড়া বোলার যদি বল ডেলিভারির পদক্ষেপে ঢুকে পড়ার আগেই নন-স্ট্রাইকার ব্যাটারকে রান-আউট করতে যান তাহলে সেই বলটিও ডেড হিসেবে ধরা হবে।

৩. নতুন নিয়মে ব্যাটারদেরকে আরও সুবিধা দেওয়া হচ্ছে। ফিল্ডাররা অযাচিত সুবিধা নিলে বা ছলনা করলে আগে বলটিকে ডেড ঘোষণা করা হতো। কিন্তু এখন থেকে দেওয়া হবে পেনাল্টি। এমন কোনো ঘটনা ঘটলে ব্যাটিং দলের স্কোরকার্ডে যোগ হবে ৫ রান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

৪. কোভিড-১৯ এর শুরু থেকেই বলে লালা ব্যবহারের বিষয়টি আলোচনায় ছিল। এবার লালা ব্যবহারের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এমসিসি। এসব নতুন নিয়ম কার্যকর করা হবে আগামী ১ অক্টোবর থেকে।

৫. ওয়াইড দেওয়ার ক্ষেত্রেও আম্পায়ারকে মাথায় রাখতে হবে ব্যাটার কতটা নড়াচড়া করেছে। ওয়াইডের দাগের বাইরে দিয়ে বল গেলেই তাকে ওয়াইড দেওয়া যাবে না। সেই সময় ব্যাটার কোথায় ছিলেন তার উপর নির্ভর করবে সেটি ওয়াইড কি না।

You May Also Like