
উড়লেন বাঁ দিকে, বলও নিলেন মুঠোর মধ্যে। উড়ন্ত দিয়েন্দ্রা ডট্টিনের দুরন্ত ক্যাচে মন্ত্রমুগ্ধ ক্রিকেট বিশ্ব। নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার ধরলেন অবিশ্বাস্য ক্যাচ।





ডানেডিনে এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ২২৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দিয়েছিলেন লরেন উইনফিল্ড-হিল ও টামি বিউমন্ট। কিন্তু নবম ওভারের শামিলিয়া কনেলের প্রথম বলে কাট শট খেলেন উইনফিল্ড-হিল। বল হাওয়ায় ভেসে পয়েন্টের দিকে যায়, সেখানে ফিল্ডিং করা ডট্টিন বাঁ দিকে শূন্যে ঝাঁপিয়ে উড়ন্ত অবস্থাতেই এক হাতে ক্যাচ ধরেন।





এর আগে ডট্টিন ৩১ রানের ইনিংস খেলেন। আর ফিল্ডিংয়ের ডট্টিন অবিশ্বাস্য এই ক্যাচ ধরে উইন্ডিজের জয়ের পথ তৈরি করে দেন। আর এই জয়ের সাথে নারী বিশ্বকাপের এবারই প্রথমবার ইংলিশদের হারাতে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয়রা।
আইসিসি ডট্টিনের ওই ক্যাচের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘কী একটা ক্যাচ! টুর্নামেন্ট সেরা ক্যাচের দাবি রাখে।’
দেখুন ডট্টিনের ক্যাচের ভিডিওটি-
WHAT. A. CATCH! 🤯
A contender for catch of the tournament! 🔥#CWC22
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 9, 2022