মাত্র পাওয়াঃ নতুন করে আবার বড় দুঃসংবাদ পেলে সাকিব আল হাসান

InCollage 20220309 134342125

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েকদিন। বেশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে টুর্নামেন্টের মেগা নিলামও। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের দেশী-বিদেশি ক্রিকেটারদের দলে নিয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মেগা নিলামে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রাখা হলেও নিলামের দুইদিন নাম ডাকা হলেও তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি দশটি দলের মধ্যে কেউই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নিলাম থেকে সাকিবকে কোনো দল কিনতে আগ্রহ প্রকাশ না করলেও আশার বাণী এসেছিল আরও একটি। টুর্নামেন্টের এবারের আসরে নতুন দল গুজরাট টাইটান্স নিলাম থেকে ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে কিনে নিলেও রয় আইপিএল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ফলে গুজরাট তাদের নতুন সংক্ষিপ্ত তালিকা করেছিল বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের। ওই তালিকায় সাকিব আল হাসান ছাড়াও ছিলেন অ্যারোন ফিঞ্চ, ডেভিড মালান, মার্টিন গাপটিল এবং আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

তবে এই তালিকার মধ্যে অন্যতম ফেবারিট না হিসেবেই ছিলেন সাকিব আল হাসান। শেষ মুহূর্তে আইপিএলে দল পেতে পারেন সাকিব এমনটা প্রত্যাশা করা হলেও সেই প্রত্যাশার গুঁড়ে বালি হয়েছে সাকিব ভক্তদের।

গুজরাট টাইটান্স জেসন রয়ের বিকল্প হিসেবে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে।

আফগান এই ওপেনারের গুজরাটে যোগ দেয়ার খবর তারা নিজেরাই জানিয়েছে একটি টুইট বার্তায়গুরবাজকে গুজরাট টাইটান্স দলে নেয়ার পর সাকিবের দল পাওয়ার সর্বশেষ যে আশা ছিল তাও শেষ হয়ে গেল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এক নজরে দেখে নেয়া যাক আইপিএলের ১৫তম আসরের জন্য গুজরাট টাইটান্সের স্কোয়াড

রবি শ্রীনিবাসন সাই কিশোর, শুবমান গিল, দর্শন নালকান্দে, সাই সুদর্শন, যশ দয়াল, নূর আহমেদ, ম্যাথু ওয়েড, প্রদীপ সাংওয়ান, ঋদ্ধিমান সাহা, রহমানউল্লাহ গুরবাজ,

ডেভিড মিলার, বরুণ অরুণ, রাহুল তেভাটিয়া, জয়ন্ত যাদব, বিজয় সংকর, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, গুরকিরাত সিং মান, হার্দিক পান্ডিয়া, আলজারি জোসেফ, অভিনব মনোহর, রশিদ খান ও ডমিনিক ড্র্যাকস।

You May Also Like