
বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জাতীয় দলের তিন ক্রিকেটার নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজা। তবে তাদের কাউকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়নি।
প্রোটিয়াদের মাটিতে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এ সময় কেপটাউনে টেস্ট ক্রিকেটারদের প্রশিক্ষণ ক্যাম্প হবে।
সেই প্রস্তুতির জন্য নাঈম, মিঠুন ও রাজাকে ডেকেছেন বাংলাদেশ নতুন নতুন ব্যাটিং কোচ ও সাবেক কোচ জেমি সিডন্স। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বে মূল দল ওয়ানডে সিরিজে যখন লড়বে, তখন টেস্ট ক্রিকেটাররা ক্যাম্প করবেন সিডন্সের অধীনে।





বিডিক্রিকটাইমকে জাতীয় দলের বিশেষ সূত্র জানায়, ‘সিডন্স এই তিন ক্রিকেটারকে কেপটাউনে দলের ক্যাম্পে চাচ্ছেন। তবে তা শুধু ক্যাম্পের জন্যই। কেপটাউনে ক্রিকেটাররা ১০ দিন ক্যাম্প করবেন। ক্যাম্প শেষে ২৪ মার্চ তারা দেশে ফিরে আসবেন।’





কেপটাউনে বাংলাদেশ দলের ক্যাম্প হবে প্রখ্যাত কোচ গ্যারি কারস্টেনের একাডেমিতে। সেখানে কারস্টেনকেও পাওয়ার কথা রয়েছে। আইপিএলে উড়াল দিতে হবে বলে কারস্টেন পুরো ক্যাম্প জুড়ে না থাকলেও তার একাডেমির অন্যান্য কোচদের পাবে টাইগাররা।
ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। টেস্ট ও ওয়ানডে দুই দলই একসাথে দেশ ছাড়বে। দুবাইয়ের উদ্দেশে একসাথে দেশ ছাড়ার পর ওয়ানডে দল প্রথম ওয়ানডের ভেন্যু সেঞ্চুরিয়নে এবং মিঠুন, নাঈম ও রাজাকে নিয়ে টেস্ট ক্রিকেটাররা কেপটাউনের উদ্দেশে যাত্রা করবেন।