
আসন্ন আইপিএল আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে গুজরাট লায়ন্স। নিলাম থেকে তারা দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে।
কিন্তু দুই কোটি রুপির মায়া ত্যাগ করে জেসন রয় ঘোষণা দেন, পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি এবারের আসরে খেলবেন না। জেসনের বদলি হিসেবে এবার আফগান তরুণ রহমানুল্লাহ গুরবাজকে নিল গুজরাট লায়ন্স। মাত্র ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন ২০ বছর বয়সী রহমানুল্লাহ।





যার সর্বশেষটি (১০৬*) বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে গত ২৮ ফেব্রুয়ারি করেছেন। টি-টোয়েন্টিতে বিধ্বংসী ওপেনার হিসেবে পরিচিত রহমানুল্লাহর গড় ২৬.৭০ আর স্ট্রাইক রেট ১৩৭.৬২। তবে ওয়ানডেতে তার গড় চমকে দেওয়ার মতো―৫৩.৫০। ৬৯টি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ছক্কা মেরেছেন ১১৩টি।





অথচ রহমানুল্লাহ গুরবাজ কিন্তু আইপিএলের মেগা নিলামে দল পাননি। এদিকে জেসন রয় আইপিএলে না খেলার ঘোষণা দেওয়ার পর ভারতের কিছু গণমাধ্যমে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়। বাংলাদেশের অলরাউন্ডার নিলামে দল পাননি। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান। আইপিএলে দল পেতেই সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে চাননি। দল না পাওয়ায় পরে তিনি নাকি বিসিবি সভাপতির কথায় দুই ফরম্যাটেই খেলতে রাজি হয়েছিলেন।