পাকিস্তানে আজানের ধ্বনিতে ‘মুগ্ধ’ প্যাট কামিন্স

555

পাকিস্তান সফরে গিয়ে নিজের নতুন অভিজ্ঞতা ও মুগ্ধতার কথা জানিয়েছে কামিন্স, আজানের প্রতিধ্বনিতে মুগ্ধ অজিদের টেস্ট অধিনায়ক। দীর্ঘ প্রায় ২৪ বছর পর আবারও পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, সফরে ৩ টি করে টেস্ট ও ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি খেলবে অজিরা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া দুই দেশই সফরটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছে, ঐতিহাসিক সফরে গিয়ে মুগ্ধ অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।মুসলমান অধ্যুষিত দেশ পাকিস্তান, ধর্মীয় চর্চায় দেশটির মানুষের খ্যাতি পাওয়া বেশ। পাকিস্তান সফরে গিয়ে নিজের নতুন অভিজ্ঞতা ও মুগ্ধতার কথা জানিয়েছে কামিন্স, আজানের প্রতিধ্বনিতে মুগ্ধ অজিদের টেস্ট অধিনায়ক। ৪ মার্চ রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর,

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আজ পঞ্চম ও শেষ দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। টেস্ট চলাকালীন সময়ে অনুশীলনের সময় আজানের প্রতিধ্বনি শুনে মুগ্ধ হন প্যাট কামিন্স, কোডস্পোর্টসের কলামে এমনটাই লিখেছেন তিনি।নিজের লিখা কলামে কামিন্স লিখেন, “মঙ্গলবার অনুশীলনের সময় একটি দুর্দান্ত মুহূর্ত ছিল, যখন রাওয়ালপিন্ডি থেকে আসা প্রার্থনার আহ্বান (আজান) দূরের পাহাড়ের সঙ্গে মাটি আছড়ে পড়ে প্রতিধ্বনিত হচ্ছিলো।” তিনি আরও লিখেন,

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

“সেদিন আমি আরও জানতে পেরেছিলাম, এই সিরিজে শুক্রবারের ম্যাচ গুলোতে ১ ঘন্টার মধ্যাহ্ন বিরতিসহ প্রার্থনার জন্য প্রথম সেশনের খেলা হবে আড়াই ঘন্টা। কারণ এখানে এটা সপ্তাহের পবিত্র দিন, আমরা এখানে এসে সব সময়ই শিখছি।” রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাটাররা রান উৎসবে মেতেছেন, পঞ্চম দিনেও উইকেটের জন্য হাপিত্যেশ করছেন বোলাররা।

এখন পর্যন্ত ৫ম দিনে দুই দলের মিলিয়ে ১৪ উইকেট পড়েছে মাত্র, নির্বিষ একটা ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে প্রথম টেস্ট

You May Also Like