মাত্র পাওয়াঃ ভুল স্বীকার কর সরি বললেন সাকিব, তবুও ব্যবস্থা নেবে বোর্ড

InCollage 20220308 163526772

সাকিব আল হাসান ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেট। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার থাকা না থাকা নিয়ে অনেক আগে থেকেই চলছিল সরগরম আলোচনা। এরই মধ্যে তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করার পর আবারও মানসিক ও শারীরিক বিপর্যস্ততার কথা বলে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন সাকিব। এদিকে তার এমন আচরণে বেজায় অসন্তুষ্ট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দুজনের পরস্পর বিরোধী বক্তব্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে সাকিব ইস্যু বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাকিবের এমন আচরণে আমরা অবাক হয়েছি। তবে পরবর্তীতে তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে সে আমাদের সরি বলেছে। হয়তো ওই সময় বলে ফেলেছে। তবে এখন এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি কী ব্যবস্থা নেওয়া যায়। জালাল ইউনুস বলেন, আমাদের সুনির্দিষ্ট মিডিয়া প্রটোকল আছে। প্রত্যেকটা খেলোয়াড়ের সেটা মেনে চলা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক যে, অনেকে মিডিয়ার সামনে প্রটোকলের বাইরে গিয়ে কথা বলে। যেটা উচিত না। আমরা মিডিয়া কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করব। যাতে অন্তত এটা বন্ধ করা হয়। এটা নিয়ে এবার আরও সিরিয়াস হব।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, সে আমাদের কাছে বলেছে যে, হতাশা থেকে সে মিডিয়ার সামনে এভাবে কথা বলেছে।

এদিকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও প্রিয় শিষ্য সাকিবের ওপর খেপেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, দেশের ক্রিকেটের প্রয়োজনে সিনিয়র ক্রিকেটারদের না পাওয়াটা দুঃখজনক। সাকিব ফিরলে তার সঙ্গে এ নিয়ে কথা বলা হবে। কারো জন্য বাংলাদেশের ক্রিকেট বসে থাকবে না। সুজন বলেন, সাকিব না খেললে না খেলুক৷ তবে সেটা স্পষ্ট করুক।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যদিকে সব ফরম্যাটে খেলার জন্য লিখিত দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ক্রিকেটাররা। শুধু সাকিব আল হাসান নন এ তালিকায় আছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদও! জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র ক্রিকেটারদের এমন অপেশাদার সিদ্ধান্তে বোর্ড বিপাকে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সাকিব যদি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না চায় তার জন্য লিখিত আবেদন করতে হবে বলে জানান পাপন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব ইস্যুতে আর দোটানায় পড়তে চান না তিনি। গণমাধ্যমকে স্পষ্ট জানালেন, সাকিব যাই করুক লিখিত দিক।

এর আগে রোববার (৬ মার্চ) দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে কেন তিনি দলের বাইরে সে প্রশ্নের জবাবে সাকিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এখন খেলার অবস্থাতে নেই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে সাকিব ইস্যুতে সোমবার (৭ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি পাপন। সাকিব তাকে খেলবে জানিয়ে, বিশ্রামে যেতে চাওয়ায় অসন্তুষ্ট তিনি। তবে সাকিবকে দিতে চান পূর্ণ স্বাধীনতা। সেক্ষেত্রে টাইগার অলরাউন্ডারকে সব কিছু স্পষ্ট করতে হবে প্রথম থেকেই, কোনো সিরিজের মাঝখানে নয়। তবে মুখে এক কথা বলে, অন্যটা যাতে করতে না পারে সে জন্য তিনি সবকিছু চান লিখিত।

You May Also Like