সাকিব বেতনের টাকা নিবে আর খেলবে না, এটা কেমন কথা: পাপন

resize 1646675003139291286Untl44

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন, কোন ক্রিকেটার কোন সংস্করণে খেলতে চায় তা জানার পর, সে অনুযায়ী তাদের সঙ্গে চুক্তি করবে বিসিবি। এবার সেই প্রক্রিয়াতেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা করছে বোর্ড।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নির্দিষ্ট কোনো সংস্করণে যদি কোনো একজন ক্রিকেটার না খেলতে চায়, তাহলে সেটা বোর্ডকে জানাতে পারে। বোর্ড সেই অনুযায়ী চুক্তি করবে। কিন্তু চুক্তি করার পর যদি সেই ক্রিকেটার নির্দিষ্ট সংস্করণে খেলতে না চায় তাহলে তারা কেন বেতন নিবে? এমন প্রশ্নই তুলেছেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘চুক্তিতে মাসে মাসে বেতন নিবে আর খেলবে না, এটা কেমন কথা। আমার কাছে (তালিকা) পাঠিয়েছে কে কোন সংস্করণে খেলতে চায়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সেটার ওপর ভিত্তি করেই আমি চুক্তি করবো, কাকে কোন ফরম্যাটে আমরা নিবো।’ এবার কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির আগে ক্রিকেটারদের আগ্রহের কথা জানতে চেয়েছে বিসিবি। এতে বেশ কয়েকজন ক্রিকেটার তিন সংস্করণের ক্রিকেটেই দেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন। তবে সেটা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তিনি আরও বলেন, ‘অনেক খেলোয়াড় আছে, যারা সব ফরম্যাটে খেলতে চায়।

কিন্তু তাকে আমরা সব ফরম্যাটে রাখবো কি না এটা কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল, ম্যানেজমেন্ট তারা ঠিক করবে। চাইলেই তো আর হবে না।

You May Also Like