
আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ মার্চ দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ।





দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর এই দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। তবে একসাথেই ওয়ানডে এবং টেস্ট দল দক্ষিণ আফ্রিকা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা তিন-চারজন ক্রিকেটারকে নিয়ে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে শোনা যাচ্ছে মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাইম শেখ, রেজাউর রহমান রাজাদের কথা।





আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আসন্ন তিনটি ম্যাচ শুরু হবে ১৮ মার্চ থেকে। সফর শেষ হবে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট দিয়ে। দিবারাত্রির প্রথম ওয়ানডে হবে সেঞ্চুরিয়ান। একদিন বিরতির পর জোহানেসবার্গের ইম্পেরিয়ালের ওয়ান্ডারার্সে হবে দ্বিতীয় ম্যাচ। শেষ ওয়ানডে খেলতে আবার সেঞ্চুরিয়ানে যেতে হবে দুই দলকে। ম্যাচটা হবে ২৩ মার্চ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি হবে ডারবানে। ৩১ মার্চ ম্যাচটা শুরু হবে। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ১৮৮৯ সালে। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে এবারই প্রথম পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ৮ এপ্রিল থেকে শুরু হবে সফরের শেষ ম্যাচ।





১৮ মার্চ : প্রথম ওয়ানডে বিকাল ৫:০০ টা
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে দুপুর ২:০০ টা
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে বিকাল ৫:০০ টা
৩১ মার্চ : প্রথম টেস্ট দুপুর ২:০০ টা
৮ এপ্রিল : দ্বিতীয় টেস্ট দুপুর ২:০০ টা





বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।