
শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় নেই সাকিব আল হাসান। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চাইছেন। সাকিবের এমন বক্তব্যে বিচলিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব এরকম বলতো?





নাজমুল হাসান বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো আইপিএলেও খেলতে নাম দিতো না।’রোববার (০৬ মার্চ) রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সাকিব বলেছেন, ‘মানসিক ও শারীরিক যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব খুব একটা।
এই কারণে আমার মনে হয়, যদি আমি একটা বিরতি পাই, আমি যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার খেলাটা সহজ হবে।’