
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে করোনা মহামারির কারণে ছিল না বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি। তবে এবারের আসরে ফিরছে বিদেশিদের অংশগ্রহণ। প্রত্যেক দল একজন করে বিদেশী ত্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। আর এ সুযোগে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ালো তারকায় ঠাসা দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।





টুর্নামেন্ট শুরুর আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে মোহাম্মদ হাফিজের, যদিও ডিপিএলের সূচি এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে মার্চের মাঝামাঝি সময়েই অনুষ্ঠিত হবে দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট।





এমনিতেই তারকায় ঠাসা দল মোহামেডান। স্কোয়াডে আছেন দেশের শীর্ষ ৩ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এখানেই শেষ নয়, মোহামেডানের হয়ে খেলবেন মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, শুভাগত হোম এবং পারভেজ হাসান ইমনরাও। দলটির নেতৃত্ব দিবেন মুশফিক।
জাতীয় দলের ব্যস্ততার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে সাকিব আল হাসান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজদের পাবে না মোহামেডান। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক শুভাগত হোম চৌধুরী।