বাংলাদেশকে নিজেদের ‘হোম ভেন্যু’ বানাতে বিসিবির কাছে নয়া প্রস্তাব দিল আফগানিস্তান

resize 16466474741400129344532

বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদেরকে বেশ ভালোভাবেই তুলে ধরেছে আফগানিস্থান জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে খুবই অল্প সময়ের মধ্যে নিজেদের সামর্থ্য প্রমাণ দিচ্ছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিন্তু ভালো খেললেও আফগানিস্থানের নেই স্থায়ী কোনো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। হোম ভেন্যু হিসেবে কখনো ভারতের দেরাদুন, আবার কখনো আরব আমিরাত, কাতার কিংবা ওমানে নিজেদের হোম সিরিজ গুলো আয়োজন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে এবার বাংলাদেশকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাই আফগানিস্থান। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছে আফগানিস্থান ক্রিকেট বোর্ড।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি সান।

গত শনিবার বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে বৈঠকে বসেছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সেখানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নানান আলোচনা হয়েছে। এরই মাঝে বাংলাদেশকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক অলরাউন্ডার ও এসিবি প্রধান মিরওয়াইজ।

সেই বৈঠকের ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী সুজন দ্য ডেইলি সানকে বলেছেন, “আমরা চিন্তা করছি কীভাবে আফগানিস্তানের সঙ্গে আমার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানো যায়। হয়তো দুই দেশের মধ্যে কোনো প্রোগ্রাম বা বয়সভিত্তিক দলের সিরিজ আয়োজন করা যেতে পারে।”

তিনি আরও বলেন, “তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, আমরা তাদেরকে হোম ভেন্যু হিসেবে মাঠ দিতে পারবো কি না। তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। তবুও আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ভেবে দেখবো কিছু করা যায় কি না।”

You May Also Like