
জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, আমার প্রতি মানুষের যে প্রত্যাশা আছে, সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক।





তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে অংশ নিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগেই হঠাৎ করে দুবাই চলে গেলেন সাকিব। রোববার দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব আল হাসান বলেন, সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজটা আমি উপভোগ করতে পারিনি। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে।





কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিমানবন্দরে সাকিব কী বলেছেন, মুঠোফোনে প্রতিবেদকের কাছে সেটি শুনে বিস্মিত নাজমুল হাসান, ‘তাই নাকি! সে তো বলেছে দক্ষিণ আফ্রিকায় খেলবে!’ এ প্রান্ত থেকে আবার প্রশ্ন, ‘ওয়ানডে এবং টেস্ট দুই সিরিজেই?’ বিসিবি সভাপতির উত্তর, ‘হ্যাঁ। সে রকমই তো কথা। ও এখন কী বলছে আমি জানি না। আমার সঙ্গে ওর সর্বশেষ কথা হয়েছে চট্টগ্রামে। সেখানে সে বলেছে খেলবে। আমি এটাই জানি।’
সাকিব যে ব্যক্তিগত সফরে গতকাল রাতে দুবাই যাবেন, সেটিও জানাই ছিল নাজমুল হাসানের, ‘আমি জানি ও দুবাই যাবে। কিন্তু এরপর ১১ তারিখ ও দক্ষিণ আফ্রিকা যাবে, এ রকমই কথা হয়েছে।’





এর একটু পর দুবাইয়ের বিমানে ওঠার আগে মুঠোফোনে সাকিবের সঙ্গেও কথা হয়েছে এই প্রতিবেদকের। কিন্তু তিনি কি আসলেই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না, এমন প্রশ্নে যেন আরও অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার, ‘আমি নিজেও জানি না যাব কি না। আপাতত আমাকে দুটো দিন ঘুমাতে দিন। দক্ষিণ আফ্রিকা যাব কি যাব না, সেই সিদ্ধান্ত হবে আমি দেশে ফেরার পর।’ বিসিবি সভাপতি যে বলেছেন, বাংলাদেশ দল যেদিন দক্ষিণ আফ্রিকা যাবে, সাকিবেরও সেদিনই দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা, সেটি আবার মানছেন সাকিবও, ‘হ্যাঁ, এ রকমই কথা হয়েছে। আমি আজ দুবাই যাব। দুবাই থেকে ফিরে ১১ তারিখ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাব।’