
আইপিএলের জন্য সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন। তবে আইপিএলে দল না পাওয়ায় প্রেক্ষাপট বদলে যাওয়ার কথা।





এ নিয়ে বিসিবি সভাপতির সাথে সাকিব আল হাসানের আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব।
গণমাধ্যমকে পাপন জানিয়েছিলেন, আইপিএল খেলার তাড়া না থাকায় সাকিব নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন। এছাড়া সাকিবের সাথে তার আলোচনা দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে আসার পর হবে বলেও জানান তিনি।
কিন্তু এরই মধ্যে খবর পাওয়া গেল, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনায় দুইদিন সময় চায় বিসিবি।