দেখেনিন আইপিএলের প্রথম ম্যাচে যখন মাঠে নামছে মুস্তাফিজরা

InCollage 20220306 235809654

চূড়ান্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পনেরোতম আসরের সূচি। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই মাঠে নামতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আইপিএলের ১৪টি আসর সফলভাবে শেষ করার পর নতুন করে ১৫তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। যেখানে আগের আসরে ৮টি দল থাকলেও এবারের আসরে আরও দুটি দল বাড়ানো হয়েছে। মোট ১০ দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের আইপিএল আসর। সবকিছু ঠিক থাকলে আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে ২৬ মার্চ। ২৯ মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। যেখানে সর্বমোট ম্যাচসংখ্যা রয়েছে ৭৪টি। টুর্নামেন্টের এবারের আসরকে সামনে রেখে অবশ্য বেশ আগেই দুই গ্রুপে ভাগ করে দেয়া হয়েছিল দলগুলোকে। মুস্তাফিজের দল দিল্লী এবারের আসরে রয়েছে প্রথম গ্রুপে। যেখানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এবং তার পুরনো দল রাজস্থান রয়্যালস। দিল্লী ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে ২৭ মার্চ মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নিজেদের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল ২ এপ্রিল মাঠে নামবে এবারের আসরের নতুন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে। ৭ এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আইপিএলের এবারের আসরের নিয়ম অনুযায়ী থাকছে না প্লে অফ পর্ব। প্রতিটি দল নিজেদের গ্রুপের সাথে দুটি করে ম্যাচ খেলার সাথে অপর গ্রুপের নির্ধারিত ১টি দলের বিপক্ষে দুটি এবং বাকি দলগুলোর সাথে খেলবে ১টি করে ম্যাচ। অর্থাৎ প্রতিটি দল প্রথম পর্বে এবারের আসরে খেলবে ১৪টি করে ম্যাচ।

এক নজরে দেখে নেয়া যাক আইপিএলে মুস্তাফিজুর রহমানের দলের ম্যাচের সূচি

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২৭ মার্চ ২০২২- দিল্লী বনাম মুম্বাই, ২ এপ্রিল ২০২২- গুজরাট বনাম দিল্লী, ৭ এপ্রিল ২০২২- লক্ষ্ণৌ বনাম দিল্লী, ১০ এপ্রিল ২০২২- কলকাতা বনাম দিল্লী, ১৬ এপ্রিল ২০২২- দিল্লী বনাম ব্যাঙ্গালোর

২০ এপ্রিল ২০২২- দিল্লী বনাম পাঞ্জাব

২২ এপ্রিল ২০২২- দিল্লী বনাম রাজস্থান

২৮ এপ্রিল ২০২২- দিল্লী বনাম কলকাতা, ১ মে ২০২২- দিল্লী বনাম লক্ষ্ণৌ, ৫ মে ২০২২- দিল্লী বনাম হায়দরাবাদ

৮ মে ২০২২- চেন্নাই বনাম দিল্লী, ১১ মে ২০২২- রাজস্থান বনাম দিল্লী, ১৬ মে ২০২২- পাঞ্জাব বনাম দিল্লী, ২১ মে ২০২২- মুম্বাই বনাম দিল্লী

You May Also Like