আইপিএলের সূচি ঘোষণা, দেখেনিন মুস্তাফিজের দলের প্রত্যেকটি ম্যাচের সময়সূচি

InCollage 20220306 214609370

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, যিনি আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন, ২৬শে মার্চ তার আইপিএল মিশন শুরু করবেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২৬ মার্চ শুরু হওয়া আইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা।
১০ এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ১৬ এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০ ও ২২ এপ্রিল দিল্লীর মোকাবেলা করবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়া ১ মে লক্ষৌ, ৫ মে দিল্লী, ৮ মে চেন্নাই ও ১১ মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লী। ১৬ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এবারের আইপিএলে মুস্তাফিজই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিচ্ছেন। দিল্লী যে বিদেশিদের দলে নিয়েছে তাদের প্রায় প্রত্যেকেই বড় তারকা। মুস্তাফিজুর রহমান ছাড়াও আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট ও রভম্যান পাওয়েল। আগে থেকেই দলে আছেন অ্যানরিখ নরকিয়া। একাদশে অবশ্য ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে রাখার সুযোগ নেই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিদেশিদের পাশাপাশি দেশি অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের দলভুক্ত করার ক্ষেত্রেও বেশ মুন্সিয়ানা দেখিয়েছে দিল্লী। আগেই রিটেইন করে রাখা হয়েছিল রিশভ পান্ট, পৃথ্বী শো ও অক্ষর পেটেলকে। তাদের সাথে যোগ দিয়েছেন কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি ওস্তাল, মানদীপ সিং, শার্দূল ঠাকুর, কেএস ভারত, কূলদীপ যাদব, সরফরাজ খান, প্রবীণ দুবে, অশ্বিন হেব্বার, ললিত যাদব ও খলিল আহমেদ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

একনজরে আইপিএলে মুস্তাফিজদের খেলার সূচি
তারিখ ম্যাচ ক্রমিক ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৭ মার্চ ২০২২ ২ দিল্লী বনাম মুম্বাই ব্র্যাবোর্ন বিকাল ৪টা
২ এপ্রিল ২০২২ ১০ গুজরাট বনাম দিল্লী এমসিএ, পুনে
রাত ৮টা

৭ এপ্রিল ২০২২ ১৫ লক্ষ্ণৌ বনাম দিল্লী ডিওয়াই পাতিল
রাত ৮টা

১০ এপ্রিল ২০২২ ১৯ কলকাতা বনাম দিল্লী ব্র্যাবোর্ন বিকাল ৪টা
১৬ এপ্রিল ২০২২ ২৭ দিল্লী বনাম ব্যাঙ্গালোর ওয়াংখেড়ে
রাত ৮টা

২০ এপ্রিল ২০২২ ৩২ দিল্লী বনাম পাঞ্জাব এমসিএ, পুনে
রাত ৮টা

২২ এপ্রিল ২০২২ ৩৪ দিল্লী বনাম রাজস্থান এমসিএ, পুনে
রাত ৮টা

২৮ এপ্রিল ২০২২ ৪১ দিল্লী বনাম কলকাতা ওয়াংখেড়ে
রাত ৮টা

১ মে ২০২২ ৪৫ দিল্লী বনাম লক্ষ্ণৌ ওয়াংখেড়ে বিকাল ৪টা
৫ মে ২০২২ ৫০ দিল্লী বনাম হায়দরাবাদ ব্র্যাবোর্ন
রাত ৮টা

৮ মে ২০২২ ৫৫ চেন্নাই বনাম দিল্লী ডিওয়াই পাতিল
রাত ৮টা

১১ মে ২০২২ ৫৮ রাজস্থান বনাম দিল্লী ডিওয়াই পাতিল
রাত ৮টা

১৬ মে ২০২২ ৬৪ পাঞ্জাব বনাম দিল্লী ডিওয়াই পাতিল
রাত ৮টা

২১ মে ২০২২ ৬৯ মুম্বাই বনাম দিল্লী ওয়াংখেড়ে
রাত ৮টা

You May Also Like