
এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে ক্লাব ক্রিকেট কিংবা ফুটবলে কেউই এক জায়গায় স্থায়ী হয় না। মুশফিকও মাঝে খেলেছিলেন আবাহনীতে। এবার আবারও তিনি খেলবেন মোহামেডানে।





এবার শুধু মুশফিকই নন, মোহামেডান প্রিমিয়ার লিগে তারার হাত বসাতে চলেছে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, শুভাগত হোম এবং পারভেজ হাসান ইমনকে রেখে দেয়ার পাশাপাশি দলে নিয়েছে দুই ভায়রা ভাই মুশফিক এবং মাহমুদউল্লাহকেও। শুধু তাই নয়, এবারই প্রথম মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ব্যাট হাতে ওপেন করতে নামবেন সৌম্য সরকারও।





তারকাভর্তি দল। কাকে রেখে কার কাঁধে নেতৃত্বের ভার দেয়া যায়? অনেক চিন্তা-ভাবনার পর অবশেষে মুশফিকুর রহিমকেই অধিনায়ক হিসেবে মনোনয়ন দিলো মোহামেডানের ক্রিকেট কমিটি। আজ প্রিমিয়ার লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। নতুন জার্সি পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিক নিজেও।





তবে, মোহামেডান সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, প্রিমিয়ার লিগ শুরুর দিকে বেশ কিছুদিন অধিনায়ক মুশফিককে পাবে না সাদা-কালো জার্সিধারীরা। জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরের কারণে মুশফিক, সাকিব, রিয়াদ, মিরাজদের অনেককেই পাবে না দল। সুতরাং, মুশফিকের অনুপস্থিতিতে মোহামেডানকে প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম।