মুস্তাফিজের সকল ম্যাচসহ দেখেনিন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, কলকাতা-চেন্নাই ম্যাচ দিয়ে শুরু

InCollage 20220306 194431890

এ বারের আইপিএল-এ রয়েছে ১০টি দল। নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটানস। তার ফলে বদল হয়েছে প্রতিযোগিতার ধরনেও। ২৬ মার্চ থেকে যে আইপিএল শুরু হতে চলেছে তা আগেই জানিয়েছিল বিসিসিআই।

এ বার প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি প্রকাশ করল তারা। প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের ফাইনালিস্টরা। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইপিএল। এ বারের আইপিএল-এ গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রথম খেলা ২৬ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আয়াররা।

১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামবেন শ্রেয়সরা।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।) দেখুন সূচী –
https://twitter.com/mufaddal_vohra/status/1500416980829945857/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1500416980829945857%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.bigonewz.com%2Fnews%2F22456

You May Also Like