সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত!

InCollage 20220306 193802916

সদ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো। এরই মধ্যে বেজে গেলো দক্ষিণ আফ্রিকা সিরিজের দামামা। আর এক সপ্তাহের মধ্যে জাতীয় দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ অংশ নেমে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। অবশেষে ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়েই নতুন তথ্য মিললো আজ। তথ্য দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ রবিবার দুপুরে স্থানীয় এক হোটেলে বিসিবির নতুন মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর ইসলাম টিটুর দেয়া মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জালাল ইউনুস বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এ সময় জালাল বলেন, ‘বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।’

এদিকে সিরিজের সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে তাও এখনো চূড়ান্ত হয়নি। তবে বিসিবির প্রস্তাবে বিসিসিআই ওয়ানডে সিরিজ খেলতে রাজি হলেই সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

You May Also Like