কোহলিকে মাঠ থেকে বের করে দিলেন রোহিত!

InCollage 20220306 174535107

চলছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ। তবে প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রোহিত শর্মা! এমন ঘটনা ঘটেছে মোহালির মাঠে। এ ম্যাচে ভারতীয় দল ঠিক করেছিল শততম টেস্টে বিরাট ফিল্ডিং করতে নামার সময় তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিন্তু বিরাট আগেই মাঠে প্রবেশ করেছিলেন। তাই তাঁকে বের না করলে ‘গার্ড অব অনার’ দেওয়া যেত না। বিরাটকে চমক দেওয়ার জন্যই তাঁকে মাঠ থেকে বার করে দেন রোহিত। সেই ভিডিও দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের টুইটারে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এই মধ্যে দিয়ে দৌড়ে আসছেন বিরাট। বিসিসিআই টুইটে লেখেন, ‘বিরাটের মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। মাইলফলকের টেস্টে বিরাটকে ‘গার্ড অব অনার’ দিল ভারতীয় দল।

এদিকে নিজের শততম টেস্টে ৪৫ রান করেন বিরাট। রবীন্দ্র জাদেজার শত রানে ভর করে ৫৭৪ রান সংগ্রহ ভারত। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৭৪ রানে। ৪০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে ফলো অনে পাঠান রোহিত শর্মারা।

You May Also Like