দলে নেই রুবেল, অবশেষে মুখ খুলে বোমা ফাটালেন তামিম

InCollage 20220306 171209324

টাইগার দলের অন্যতম তারকা পেসার রুবেল হোসেন হঠাৎ করেই দলের অনিয়মিত মুখ হয়ে গেছেন। দলের বহু কৃতিত্বের সাক্ষী থাকা রুবেল একাধিক সিরিজে দলের সাথে থেকেও একাদশে সুযোগ পাননি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শেষে এসে তো বাদ পড়লেন দল থেকেই। রুবেল নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন, দুর্ভাগা বলছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও।

প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “আমি রুবেলকে দুর্ভাগা বলব। গত কিছুদিন ও সেভাবে খেলারই সুযোগ পায়নি। তবে যখনই খেলেছে, পারফর্ম করেছে। আমার কাছে মনে হয়, ইটস ভেরি আনফরচুনেট। তবে এটা আমার হাতে ছিল না।”

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে তামিমের আপত্তি আছে রুবেলকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর কথায়, “এই কথাটাতে আমার আপত্তি আছে। অনেক জায়গায় শুনছি যে রুবেল দলের সঙ্গে ঘুরছে, ঘুরছে, ঘুরছে…। আমাকে একটা জিনিস বলেন তো বিশ্বের কোন টিমে যে পাঁচজন বোলার দলের সঙ্গে যায়, তাদের সবাই খেলে?”

তবুও তামিমের কাছে রুবেলের দলে সুযোগ না পাওয়া দুর্ভাগ্য। তামিম নিজেও রুবেলকে দলে চেয়েছিলেন কিনা সে সম্পর্কে তিনি বলেন, “আমার মনে হয় কিছু কথা গোপন থাকাই ভালো।”

You May Also Like