ফুটবল ম্যাচ ঘিরে লঙ্কাকাণ্ড, নিহত ১৭ (ভিডিও)

resize 1646560619360115196ters

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উত্তপ্ত বিশ্ব। এরই মধ্যে মেক্সিকোতে ঘটে গেল লঙ্কাকাণ্ড। দেশটির টপ ডিভিশন ফুটবল লিগে আটলাস এফসি ও কুয়েরেতারোর মধ্যকার ম্যাচ ঘিরে সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। খবর মেক্সিকান সংবাদমাধ্যম ইউনিভার্সাল দিপোর্তেসের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত আটলাস ও কুয়েরেতারোর ম্যাচ ঠিকঠাকই চলছিল। এ সময়ে ১-০ গোলে পিছিয়ে পড়ে কুয়েরেতারো। বিপত্তিটা বাধে এর পরই। হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্যালারিতে থাকা সমর্থকরা। অনেকে বলছেন, মারামারি করার এমন নজির আগেও দেখা গেছে মেক্সিকান ফুটবল অনুরাগীদের মধ্যে। তবে এবারের মতো কখনোই রক্তারক্তি হয়নি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইউনিভার্সাল দিপোর্তেসের প্রতিবেদন বলছে, গ্যালারিতে থাকা দর্শকরা আচমকা দৌড়াদৌড়ি শুরু করেন। অনেকে একে অপরকে মারতে থাকেন। সবচেয়ে বেশি মারা গেছে আটলাসের সমর্থক। এ ক্লাবটির ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সবচেয়ে বড় মর্মাহত বিষয়টি হচ্ছে, এই সংঘর্ষ থেকে রক্ষা পায়নি ছোট ছোট শিশুরাও। স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, একটি পরিবার সংঘর্ষের মধ্যে দৌড়াতে থাকে। সেখানে এক শিশুও ছিল। তাকেও মারতে শুরু করেন আক্রমণকারীরা। তার পরনে কোনো ক্লাবের জার্সিও ছিল না।

দর্শকরা মারামারি করতে থাকলেও তাদের নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। ফলে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকেই ধাবিত হয়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

You May Also Like