সাকিব তামিমদের নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

InCollage 20220306 143255564

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পাঠ চুকিয়েছে টাইগাররা। হোম ভেন্যুতে রঙিন পোশাকের সিরিজ শেষে এবার পালা দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার। এই সিরিজকে সামনে রেখে দুই ফরম্যাটের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ আর বাদ পড়তে পারেন কারা তা এবার দেখে নেয়া যাক। ইনজুরি কাটিয়ে সাদা পোশাকের ফরম্যাটে ফিরেছেন তামিম ইকবাল। প্রোটিয়াদের বিপক্ষে তাই তামিম ইকবাল থাকছেন ওপেনিং পজিশনে। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা মাহমুদুল হাসান জয়কে দেখা যেতে পারে প্রথম ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার হিসেবে। এক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন সাদমান ইসলাম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিন নম্বরে নাজমুল হোসেন শান্তকে দেখা গেলে চার নম্বরে অধিনায়ক মুমিনুল হকের কাঁধে থাকছে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব। নানা আলোচনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত টেস্ট স্কোয়াডে থাকা সাকিব আল হাসানকে ব্যাট হাতে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। মুশফিকুর রহিম ও লিটন দাস থাকতে পারেন যথাক্রমে ছয় ও সাত নম্বরে। ব্যাটিং অর্ডারে প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকতে পারেন আরেক আলোচিত ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যদিকে বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজের জায়গা অনেকটাই পাকা। তবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের একাদশে টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলামকেও রাখা হয়েছিল একাদশের বাইরে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেও একাদশে দেখা যেতে পারে তিনজন পেসারকে দেখা গেলে বাদ পড়তে পারেন তাইজুল।

টাইগারদের পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদে সাথে দুর্দান্ত জুটি গড়তে পারেন নিউজিল্যান্ডে বল হাতে চমক দেখানো এবাদত হোসেন। তবে তৃতীয় পেসার হিসেবে আবু জায়েদ রাহী নাকি শরিফুল ইসলাম থাকবেন সেটা হয়ত জানা যাবে ম্যাচের সময়ই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে আগামী ৩১ মার্চ।

এক নজরে দেখে নেয়া যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

You May Also Like