
বেঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে যান সাকিব আল হাসান। আশা করা হচ্ছিল, রবিবার দ্বিতীয় দিনে হয়তো দল পেয়ে যাবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। কিন্তু দ্বিতীয় দিনেও সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।





দ্বিতীয় দিন অবিক্রিত ক্রিকেটারদের তালিকা থেকে সাকিবের নাম আবারও তোলা হয়েছিল। বার কয়েক সাকিবের নাম ডাকা হলেও কোনও দলই বাংলাদেশের অলরাউন্ডারের জন্য আগ্রহ দেখায়নি। নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর গত মৌসুমে পুরনো দল কলকাতায় ফেরেন বাঁহাতি অলরাউন্ডার। এর ফলে নাম দিয়ে তৃতীয়বারের মতো আইপিএল নিলামে অবিক্রিত থেকে গেলেন সাকিব। ২০০৯ ও ২০১০ আইপিএলের নিলামেও নাম ছিল তার, কিন্তু দল পাননি।





আইপিএলের মেগা অকশনে ইংল্যান্ডের মারকাটারি ওপেনার জেসন রয়কে ২ কোটি রুপি মূল্যে দলে ভিড়িয়েছিল নতুন দল গুজরাট টাইটান্স। তবে বায়ো-বাবল অবসাদের কারণ দেখিয়ে আইপিএলের ১৫তম আসর থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ ওপেনার। তাই বাধ্য হয়ে নতুন করে ক্রিকেটার খুঁজছে গুজরাট টাইটান্স।





যেখানে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপরেও চোখ আছে আইপিএলের নতুন এই ফ্যাঞ্জাইজিটির। জেসন রয়ের বদলি হিসেবে গুজরাট লায়ন্স দলে নিতে পারে সম্প্রতি এমন সম্ভাব্য পাঁচ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম। যেই তালিকায় আছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও।





সাকিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ওপেনার দাভিদ মালান, নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল এবং আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহাক ‘মিস্টার আইপিএল’ খ্যাত ভারতের সুরেশ রায়না।
প্রসঙ্গত, এবারের মেগা অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নাম উঠেছিল সাকিব আল হাসানের। তবে নিলামে টাইগার অলরাউন্ডারের উপরে আগ্রহ দেখায়নি কোনো ফ্যাঞ্জাইজি। ফলে অবিক্রীত রয়ে গেছিলেন সাকিব।