
বিশ্বের অন্য ক্রিকেট লিগগুলোর সঙ্গে বিপিএলের তুলনা করলে এটির অবস্থান কেমন? প্রায় এমন একটি প্রশ্নের ব্যাখ্যায় সাকিব আল হাসানের মত ছিল বিপিএলের অবস্থান পাঁচ-ছয়ে। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে এমনটিই বলেছিলেন সাকিব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের এমন মতের সঙ্গে একমত নয়। তার মতে বিপিএলের অবস্থান বিশ্বের সেরা তিনটি লিগে। তার দাবি ভারতের আইপিএল ও অস্ট্রেলিয়ার বিগব্যাশের পরেই রয়েছে বিপিএল।





বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট লিগ নিয়ে সাকিবের মন্তব্য শুধুমাত্রই ব্যাক্তিগত বলে জানিয়েছেন পাপন। বিশ্ব ক্রিকেটে বিপিএলের অবস্থান নিয়ে পাপন বলেন, প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি, এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয় বা এতদিন পর্যন্ত হয়েছে, আইপিএল, বিগ ব্যাশ, এরপর আমাদেরটা (বিপিএল)। এই তিনটার নামই আমি সবসময় শুনে এসেছি।





এছাড়া কোথাও কোনো নাম শুনিনি। আপনারা সিপিএল, পিএসএলের কথা বলতে পারেন। পিএসএল তো এবার প্রথম হল না, শুরু হয়েছে আরও আগেই। তখন কিছু বলা হয়নি।
এবারের বিপিএল থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে বলে মনে করেন অনেকে। পাপনের ব্যাখ্যা, ‘এবার আমরা মহামারীর জন্য অনেক কিছু করিনি, হুলস্থূল করিনি, মানুষদের মাঠে ঢুকতে দেইনি। এজন্য পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে।’