সাকিবের কথা মানতে নারাজ পাপন লেগে গেল সাকিব-পাপন দ্বন্দ!

20220305 211758

কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে করা প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে তার কাছে এই টুর্নামেন্টের অবস্থান পাঁচ-ছয় নম্বরে। সাকিবের এমন মন্তব্যকে ‘ব্যক্তিগত’ বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি। নাজমুল হাসানের চোখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশের পরেই বিপিএলের অবস্থান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না! আমি যতদূর জানি, এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়, বা এতদিন পর্যন্ত হয়েছে, আইপিএল, বিগ ব্যাশ, আমাদেরটা। এই তিনটার নামই আমি সবসময় শুনে এসেছি। এছাড়া কোথাও কোনো নাম শুনিনি। আপনারা সিপিএল, পিএসএলের কথা বলতে পারেন। পিএসএল তো এবার প্রথম হল না, শুরু হয়েছে আরও আগেই। তখন কিছু বলা হয়নি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এবার বিপিএল আয়োজন হয়েছে বেশ তড়িঘড়ি করে। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের পর ক্রিকেটার্স ড্রাফট করার আগে চলে যায় অনেক সময়। এমনকি বিপিএলে ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠানও করেনি বিসিবি। যেখানে এগিয়ে পাকিস্তান সুপার লিগ।

পাপনের ব্যাখ্যা, ‘এবার আমরা করোনার জন্য অনেক কিছু করিনি, হুলস্থূল করিনি, মানুষদের মাঠে ঢুকতে দেইনি। এজন্য পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। এটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা বিপিএল নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত কাউকে বলতে শুনিনি, আমাদের চেয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের চেয়ে বেশি।’
সূত্রঃ- DhakaPost

You May Also Like