টি-টোয়েন্টি সিরিজ শেষে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেল

InCollage 20220305 194325663

শেষ হয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে জয়লাভ করতে পারলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে টাইগাররা ১-১ এ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। প্রথম ম্যাচে জয়লাভ করলেও সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দল হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ৬১ রানে জয় পাওয়ার পর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন নাসুম আহমেদ। বল হাতে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে আফগানদের বিপদে ফেলে দেয়ার পর সেই বিপদ কাটিয়ে উঠতে পারেনি তারা। ওই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর নাসুমকে পুরস্কার হিসেবে দেয়া হয় ১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬ হাজার টাকা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। ৪৪ বল মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে লিটন খেলেছিলেন ৬০ রানের উজ্জ্বল এক ইনিংস। ফলে ম্যাচের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়ে লিটন দাসও পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার পুরস্কার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬ হাজার টাকা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটের বড় জয় তুলে নেয়ার পর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আজমতউল্লাহ উমরজাই। চার ওভার বল করে এদিন মাত্র ২২ রান খরচায় উমরজাই তুলে নিয়েহেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। ফলে তাকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬ হাজার টাকা।

ম্যাচের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন আরেক আফগান ফজল হক ফারুকি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ফারুকিও এদিন তুলে নিয়েছেন ৩টি উইকেট। তাই এই পেসারও পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার। সেই সাথে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তিনি পেয়েছেন আরও ২ হাজার মার্কিন ডলার। মোট যার পরিমান দাঁড়ায় প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকা

You May Also Like