
শেষ হয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে জয়লাভ করতে পারলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে টাইগাররা ১-১ এ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। প্রথম ম্যাচে জয়লাভ করলেও সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দল হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।





এদিকে দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ৬১ রানে জয় পাওয়ার পর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন নাসুম আহমেদ। বল হাতে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে আফগানদের বিপদে ফেলে দেয়ার পর সেই বিপদ কাটিয়ে উঠতে পারেনি তারা। ওই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর নাসুমকে পুরস্কার হিসেবে দেয়া হয় ১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬ হাজার টাকা।





সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। ৪৪ বল মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে লিটন খেলেছিলেন ৬০ রানের উজ্জ্বল এক ইনিংস। ফলে ম্যাচের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়ে লিটন দাসও পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার পুরস্কার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬ হাজার টাকা।





টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটের বড় জয় তুলে নেয়ার পর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আজমতউল্লাহ উমরজাই। চার ওভার বল করে এদিন মাত্র ২২ রান খরচায় উমরজাই তুলে নিয়েহেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। ফলে তাকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬ হাজার টাকা।
ম্যাচের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন আরেক আফগান ফজল হক ফারুকি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ফারুকিও এদিন তুলে নিয়েছেন ৩টি উইকেট। তাই এই পেসারও পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার। সেই সাথে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তিনি পেয়েছেন আরও ২ হাজার মার্কিন ডলার। মোট যার পরিমান দাঁড়ায় প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকা