৮ উইকেটে হাড়ল বাংলাদেশ; অঝোরে কাঁদলেন তাসকিন, লিটন এবং আফিফ হোসেনরা

InCollage 20220305 184056172

আজ শেষ ও ২য় টি-২০ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে সফরকারী আফগানিস্তান। আর এই ম্যাচে স্মরণ করা সদ্য প্রয়াত দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে

একই দিনে দুই কিংবদন্তি কে হারিয়েছে ক্রিকেটবিশ্ব। দুজনই অস্ট্রেলিয়ান, সকালে মার্শ আর সন্ধ্যায় শেন ওয়ার্ন। দুই কিংবদন্তিকে হারিয়ে শোকে কাতর পুরো ক্রিকেট বিশ্ব। তাই তাদের স্মরণ করতে কালোব্যাজ এবং এক মিনিট নীরবতা পালন করেছে চলমান প্রত্যেকটি ক্রিকেট ম্যাচ। বাদ যায়নি বাংলাদেশ আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ।
24updatenews 17
মিরপুর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার ম্যাচ অফিসিয়াল মাঠকর্মী দর্শক সাংবাদিকসহ মাঠে উপস্থিত সকলেই। শেন ওয়ার্নের জন্য এই সময় কাঁদতে দেখা যায় তাসকিন, আহমেদ লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুবকে।

You May Also Like