
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন ক্যারিয়ারে ৯৯ টেস্ট খেলেছেন। এক ম্যাচের আক্ষেপ নিয়েই ক্যারিয়ার শেষ হয়ে গেছে তার। টি-টোয়েন্টিতে ৯৯-এ আটকে যাওয়ার উপক্রম হয়েছিলেন মুশফিকুর রহিমও। গত বছর বিশ্বকাপের পরই এ ফরম্যাটের দল থেকে বাদও পড়েছিলেন তিনি।





এক সিরিজ পর দলে ফেরা মুশফিক প্রথম ম্যাচটা খেলতে পারেননি ইনজুরির কারণে। আফগানিস্তানের বিপক্ষে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের পর দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন মুশফিক। একই ম্যাচে মাইলফলক স্পর্শ করার আনন্দে ভেসেছেন মাহমুদউল্লাহও। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন তিনি।





আজ দুপুরে টসের পর মুশফিকের হাতে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার জন্য বিসিবির সম্মাননা তুলে দেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মাইলফলকের ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে ইনিংস সর্বোচ্চ ৩০ রান (৪ চার) করেছেন মুশফিক।
ইনিংসে ১৪ বলে ৩টি চারে ২১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহও। মাইলফলক থেকে ১৯ রান দূরে থেকে আজ খেলতে নেমেছিলেন বাংলাদেশের অধিনায়ক। ক্যারিয়ারে ১১৫ ম্যাচ খেলে তার সংগ্রহ এখন ২০০২ রান।