অবিক্রীত থাকা ৪ জন খেলোয়াড়ের উপর বাজি ধরবে গুজরাট টাইটানস

InCollage 20220305 130511869

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) ১৫তম আসর ২৬ শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। তবে এর আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন গুজরাট টাইটান্সের খেলোয়াড় জেসন রয়। এরপর দলের নিজস্ব সমীকরণ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও, আইপিএলে অবিক্রিত থাকা কিছু খেলোয়াড়ের আরেকটি সুযোগ রয়েছে যে তারা আইপিএলের অংশ হতে পারে। জেনে নিন সেই খেলোয়াড় কারা যাদের ফ্র্যাঞ্চাইজি তাদের সঙ্গে যোগ করতে পারে।

টিমের প্রথম পছন্দ হতে পারেন ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যারন ফিঞ্চ। অ্যারন ফিঞ্চ একজন ওপেনার এবং আইপিএলে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়া দলের কিংবদন্তি হওয়া ছাড়াও, অ্যারন ফিঞ্চ রাজস্থান, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং আরসিবি-র অংশ ছিলেন। তবে টিমে থাকলে ৫ই এপ্রিল পর্যন্ত পাকিস্তান সফরের কারণে আইপিএল থাকতে পারবেন না তিনি। তার ভিত্তিমূল্য দেড় কোটি টাকা।

You May Also Like