এইমাত্র পাওয়াঃ টি টুয়েন্টি কপাল পুরতে পারে মুশফিকের!

mud

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুইদল। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ডানহাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। পেসার শরিফুল ইসলামের বল খেলতে গিয়ে চোট পান তিনি। চোটের পর আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি মুশফিক। নেট ছেড়ে চলে যান ড্রেসিং রুমে। তবে মুশফিকের চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানা যায়নি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

You May Also Like