পাপন নিশ্চিত; পাপনের কথায় সারা দিচ্ছে না সাকিব

s t 75

রহস্যের জট যেন খুলেও খুলছে না! সাকিব আল হাসান কি আসলেই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন? সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নিশ্চিত করে বললেন, ‘ও খেলবে, এর মধ্যে কোনো যদি কিন্তু নেই, কোনো কিছু নেই।’ এই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই আবার তৈরি হলো রহস্য। সাকিব নিজে কী সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে মুখে কুলুপ এঁটে আছেন সাকিব।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। এবার মিশন টি-টোয়েন্টি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পরিবার নিয়ে ঢাকায় পা রেখেছেন সাকিবও। ঢাকায় নেমেই বিকেলে যোগ দিয়েছিলেন ইয়ামাহা বাইকের একটি অনুষ্ঠানে। সেখানে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টে তার খেলা বা না খেলা নিলে প্রশ্ন হলে তা এড়িয়ে যান এই অলরাউন্ডার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অথচ গতকাল (সোমবার) চট্টগ্রামে সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘আইপিএলে ও যাচ্ছে না, তাহলে তো আমি কোনো কারণ দেখছি না দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার। তাই এই চিন্তাটা মাথা থেকে ভুলে যান। এরকম কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্যই যেতে চাচ্ছিল না। যেহেতু আইপিএল নাই সে খেলবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তাহলে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাবে? এমন প্রশ্নে পাপনের পরিষ্কার জবাব ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না? এটা কী বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে।’

বোর্ড সভাপতির এমন কথার পর সাকিবের মৌনতায় বিষয়টি নিয়ে আবারও প্রশ্নের ডালপালা মেলেছে।

You May Also Like