২২ সদস্যের দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ

বর্তমানে ঘরের মাঠের আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ। এরপর ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আফগানিস্তান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সেখানে দক্ষিণ আফ্রিকার সাথে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা সফরে বাড়তি ক্রিকেটারদের সাথে নিয়ে যাবে জাতীয় দল। ২২ সদস্যের দল যাবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা সিরিজের ২২ জনের মতো খেলোয়াড় যাবে”। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আসন্ন তিনটি ম্যাচ শুরু হবে ১৮ মার্চ থেকে। সফর শেষ হবে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট দিয়ে। দিবারাত্রির প্রথম ওয়ানডে হবে সেঞ্চুরিয়ান। একদিন বিরতির পর জোহানেসবার্গের ইম্পেরিয়ালের ওয়ান্ডারার্সে হবে দ্বিতীয় ম্যাচ। শেষ ওয়ানডে খেলতে আবার সেঞ্চুরিয়ানে যেতে হবে দুই দলকে। ম্যাচটা হবে ২৩ মার্চ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি হবে ডারবানে। ৩১ মার্চ ম্যাচটা শুরু হবে। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ১৮৮৯ সালে। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে এবারই প্রথম পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ৮ এপ্রিল থেকে শুরু হবে সফরের শেষ ম্যাচ।

You May Also Like