
পাকিস্তানের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত। প্রথমবারের মতো বিশ্ব আসরে হারটাও এসেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। ওই ম্যাচ শেষেই দলটির পেসার মোহাম্মদ শামি আক্রান্ত হয়েছিলেন ধর্মীয় বিদ্বেষে। এ নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন শামি।





পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ৩ ওভার ৫ বলে ওভারে ৪৩ রান দেন শামি। এরপরই শামিকে নিয়ে শুরু হয় কটুক্তি। ভারতীয় পেসারের হয়ে তখন কথা বলেন অধিনায়ক বিরাট কোহলি। এবার শামি জানালেন, কুরুচীপূর্ণ মন্তব্য করা ব্যক্তিরা ভারতীয় নন।





শামি বলেন, ‘এই ধরনের চিন্তাভাবনা দূর করার কোনো ওষুধ নেই। যারা (ধর্মের নামে) অন্যেকে কটুক্তি করে, তারা আসল সমর্থক তো নয়ই, ভারতীয়ও নয়। কোনো খেলোয়াড়কে হিরো মনে করার পর যদি এমনটা কেউ করে, তাহলে সে ভারতীয় সমর্থক হতে পারে না।’





তাদের কথায় যে কষ্ট পান না। সেটাও জানিয়েছেন শামি, ‘আমার মতে এমন লোকেদের কথা গায়ে মেখে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। সে যদি আমাকে কুরুচিকর কিছু বলে, তাহলে সে আমার বা ভারতীয় দলের সমর্থক নয়। তাই ওরা কী বলল না বলল, সেই দিকে আমি কোনো গুরুত্বই দেই না।’
‘এটা লোকেদের মানসিকতা, ওদের প্রকাশ করে। যখন একজন ব্যক্তি কোনো অজ্ঞাতপরিচয় বা কয়েকজন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারআলা প্রোফাইল থেকে এমন মন্তব্য করে, তখন তাদের হারানোর কিছুই থাকে না। আমরা সেলিব্রিটিরা যদি ওদের মন্তব্যের জবাব দিতে বসি, তাহলে ওদের ফালতু বাড়তি গুরুত্ব দেওয়া হবে। আমরা জানি আমরা কী এবং ওদের জবাব দেওয়ার আমাদের কোনোরকম কোনো প্রয়োজন নেই।’
সূত্রঃ DhakaPost