এইমাত্র পাওয়াঃ একটি ফুটবল ম্যাচে হলো ২১টি গোল! (ভিডিও)

one match

ইএফএল কাপের (ক্যারাবাও কাপ)ফাইনালে অবিশ্বাস্য এক লড়াই উপভোগ করল ফুটবলবিশ্ব।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূল ম্যাচ রইল গোলশূন্য। কিন্তু টাইব্রেকারে হলো ২১ গোল!
মূলত টাইব্রেকার পর্বটিই পয়সা উসুল করে দিল ফুটবলপ্রেমীদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতে ফাইনালে চেলসির মুখোমুখি হয় লিভারপুল। আক্রমণ-পাল্টাআক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনার রেণু ছড়িয়েছে। সুবর্ণ সুযোগও হাতছাড়া করল দুদলের স্ট্রাইকাররা। অবশ্য দুদলই একবার করে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল। উভয়েরই ‘গোল’ বাতিল করলেন রেফারি।
৯০ মিনিটের খেলা গোলশূন্যই শেষ হলো। আসলে কে জানত, টাইব্রেকারে গোলের বন্যায় ভাসবে স্টেডিয়াম!

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতে ইএফএল কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ফলে ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড (৯টি) গড়ল লিভারপুল।
টাইব্রেকারে জেমস মিলনারের গোলে এগিয়ে যায় লিভারপুল। চেলসির মার্কো আলোনসো সমতা আনেন। এর পর একে একে গোল করতে সমর্থ হন লিভারপুলের ফ্যাবিনহো, ফন ডিক, মোহামেদ সালাহ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চেলসির কেউ মিস করেননি। রোমেলু লুকাকু, জর্জিনহো, থিয়াগো সিলভারা জালে বল জড়ান। ১০-১০ সমতায় শেষ হয় টাইব্রেকারের ২ ধাপ।
এর পর নিয়মানুযায়ী, লিভারপুলের হয়ে ১১ নম্বর শটটি নিতে আসেন গোলরক্ষক কোয়েমিন কেলেহার। তিনি গোল করতে সমর্থ হন। কিন্তু চেলসির হয়ে ব্যর্থ হন গোলরক্ষক কেপা আরিসাবাগা।
উত্তেজনা মুহূর্তে আর স্নায়ু ধরে রাখতে পারেননি তিনি। বারের ওপর দিয়ে মেরে বসেন। তাতেই উল্লাসে ফেটে পড়ে অলরেডরা।
ম্যাচ হাইলাইটস দেখুন এখানে ক্লিক করে-

You May Also Like