
আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের পয়েন্ট আরও বাড়িয়ে নেয়ার লক্ষ্য ছিল টাইগারদের। কিন্তু তা হয়নি।
শেষ ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এতে করে বিশ্বকাপ সুপার লিগের মূল্যবান ১০টি পইয়েন্টও হারাল টাইগাররা।





ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে অনায়াস জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এদিকে সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হারায় অনেকটা হতাশ অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকে দুষে তামিম বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম। মাঝপথে খেই হারিয়ে ফেলি। লিটন আউট হয়েছে ভুল সময়ে।
আমি ভেবেছিলাম এটি সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, এখান থেকে পয়েন্ট অর্জন করে অবস্থান যতোটা শক্ত করা যায়।’





তামিম আরো বলেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও এমন অবস্থানে ছিলাম। তাদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারিনি। আজকেও তাই হলো, আমি অনেক হতাশ হয়েছি।
তামিম আরও বলেন, আমি মনে করি এ ম্যাচটি (তৃতীয় ওয়ানডে) ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও আমরা সিরিজ জয় করেছি। কিন্তু পুরো বিষয়টি হলো পয়েন্ট তুলে নেওয়া। এ নিয়ে কোনো অজুহাত নেই। অসাধারণ ব্যাটিং করেছে গুরবাজ এবং বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি।