
কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে ক্রিকেটবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সেই ১৯৫০ সাল। লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড আর উইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩২৬। জবাবে ইংল্যান্ড শেষ ১৫১ রানে।





৬৬ রানে পাঁচ উইকেট নিয়ে ইংলিশদের ধসিয়ে দেন এক ক্যারিবীয় স্পিনার- সনি রামাদিন। দুই ইনিংস মিলিয়ে এই কিংবদন্তি স্পিনার ৭২ ওভার বোলিং করেন। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৬ উইকেট তুলে নিয়ে দলকে এনে দেন জয়। সেই ঐতিহাসিক জয়ের নায়ক সনি রামাদিন এবার পাড়ি জমালেন না ফেরার দেশে।
মাত্র ১৯ বছর বয়সে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে উইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিল রামাদিনের। গতকাল রবিবার ৯২ বছর বয়সে তিনি মারা যান। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ম্যাঞ্চেস্টার টেস্টে তার অভিষেক হয়েছিল।