ব্রেকিং নিউজঃ পাকিস্তানকে টপকে যাওয়ার হাতছানী বাংলাদেশের; দেখেনিন হিসাব-নিকাশ

a16 1

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে আইসিসি সুপার লিগে ১০০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচ জিতলে পাকিস্তানকে টপকে যাবে বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলে নিজেদের ১৪তম হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে তামিম-সাকিবরা। তবে এই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ দল। শেষ আপডেট অনুযায়ী, দ্বিতীয় ম্যাচ জেতার পর পাকিস্তানের সমান ৯৩ রেটিং পয়েন্ট রয়েছে টাইগারদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তৃতীয় ম্যাচটিতে জিতলে বাংলাদেশের ঝুলিতে যোগ হবে আরও এক রেটিং পয়েন্ট। তখন পাকিস্তানকে সাতে পাঠিয়ে ছয় নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। এদিকে আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। এর ফলে তিন ম্যাচেই একই দল নিয়ে মাঠে নামলেন তামিম। অপরদিকে আফগানিস্তান একাদশে এসেছে একটি পরিবর্তন। ফরিদ উদ্দিন মালিকের জায়গায় নেওয়া হয়েছে গুলবদিন নাইবকে।

একনজরে দুই দলের একাদশ

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

You May Also Like